মেহেরপুর নিউজ:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রশিবিরের র্যালী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে রমজান স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর পৌর ছাত্র শিবিরের উদ্যোগে মেহেরপুর শহরের কোট মোড় এলাকা থেকে জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুস সালামের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর শহরের কাথুলি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ করা হ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য সম্পাদক বকুল আলী, শহর শাখার সভাপতি আবু রায়হান, মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি কামরুল ইসলাম নাহিদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।