বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

By মেহেরপুর নিউজ

March 01, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীরের নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার আমানউল্লাহ, তৌহিদুল ইসলাম, মাস্টার ট্রেনার হাফেজ মাওলানা আব্দুল হামিদ, মডেল মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।