মেহেরপুর নিউজ, ৫জুন: মেহেরপুরে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্চে পবিত্র ঈদ উল ফিতর। বুধবার মেহেরপুর কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকাল ৮টা ১৫ মিনিটে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মো: আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় মুসল্লীরা এখানে নামায আদায় করেন।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী উপস্থিত মুসল্লীসহ দেশবাসীকে ঈদের শূভেচ্ছা জানান। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ঈদগাহে মুসল্লীদের অভ্যর্থনা জানান। এখানে ইমামতি করেন মেহেরপুর বড়বাজার জামে মসজিদের ইমাম আব্দুল হান্নান খান।
এর পরে সকাল সাড়ে ৮টায় বিএটিবি সংলগ্ন পৌর ঈদগাহে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,মেহেরপুর নিউজের প্রধান প্রতিবেদক মিজানুর রহমানসহ স্থানীয় মুসল্লীরা নামায আদায় করেন। এখানে ইমামতি করেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজবজামান।
এর আগে সকালে পোনে ৭টায় মেহেরপুরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় শহীদ ড. সামসুজ্জোহা পার্কে। এখানে আহলে হাদিস অনুসারীদের জামাত অনুষ্ঠিত হয়। মেহেরপুর শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিনসহ আহলে হাদিস অনুসারীরা নামায আদায় করেন। এখানে সাথে পদার্র অন্তরালে মহিলারাও নামায আদায় করেন।