মেহেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আযহা । সোমবার সকালে ঈদের নামায আদায়ের মধ্যে দিয়ে উৎসব উদযাপন শুরু হয়। নামায শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।পাশাপাশি একে আপরের সাথে কোলাকুলি করে নিজেদের সৌহার্দপূর্ণ ভাতৃত্বকে ঝালিয়ে নিলেন সবাই। পরে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানী করেন সামর্থ্যবান মুসলমানরা।
মেহেরপুরে ঈদ উল আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায় মেহেরপুর নতুন পৌর ঈদগাহ ময়দানে। ২য় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ১৫মিনিেটে চুয়াডাঙ্গা সড়কের পুরাতন ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৬টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে আহলে হাদিসের জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া মহিলারা এখানে জামায়াতে পবিত্র ঈদ উল ফিতরের নামায আদায় করেণ।এছাড়া বিভিন্ন ঈদগাহে ময়দানে নিজ নিজ নির্ধারিত সময়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
# নিজস্ব প্রতিনিধি #