মেহেরপুর নিউজ:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদুল আযহর নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭-৪৫ মিনিটের সময় মেহেরপুর পৌরসভার ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অনুষ্ঠিত হয়।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন,সাবেক পৌরমেয়র মোতাছিম বিল্লাহ মতু সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মেহেরপুর পৌরসভার প্রধান ঈদগাহ ময়দানে ঈদুল আযহর দুই রাকাত নামাজ আদায় করেন। সকাল ৮ টার সময় মেহেরপুরের সবচেয়ে পুরাতন ঈদগাহ ময়দানে দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পুরাতন ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করেন এবং কবরস্থানে নিকট আত্মীয়-স্বজনের মাগফিরাত কামনাই কবর জিয়ারত করে সেখানে দোয়া করেন। নামাজ শেষে পশু জবাই করে কোরবানি দেওয়া হয়।