নির্বাচন

মেহেরপুরে নৌকার প্রার্থীর গনসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

June 12, 2022

মেহেপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা জমে উঠছে। শহরের অলিগলি, বাজার, রাস্তার পাশে টাঙ্গানো হয়েছেন নির্বাচনী পোষ্টার।

এলাকায় মাইকিং, হ্যান্ডবিল দিয়ে  আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের প্রচারণায় রয়েছেন সমর্থক, নেতা-কর্মীরা। গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। ঘরে ঘরে ঘুরে ভোটারদের কাছে ভোট চাইছেন, দোয়া চাইছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনে।

সেই সাথে চলছে মেহেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় পথসভা গনসংযোগ।  বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ। এদিকে মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের নেতৃত্ব গনসংযোগ করা হয়।

রবিবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মাহফুজুর রহমান রিটন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ গনসংযোগে অংশ গ্রহণ করেন।