মেহেরপুর নিউজ, ৫ জুলাই :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নে জ্বালানী দক্ষতা ক্লিন কুকিং ও নেট মিটারিং এর ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেডার পরিচালক মঞ্জুরুল মুশের্দ, সদস্য সালিমা জাহান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, জেলা কৃষি সম্প্রসরন বিভাগের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান, টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।