জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে নিরাপদ সড়ক চাই দিবস পালিত (ভিডিওসহ)

By মেহেরপুর নিউজ

October 22, 2016

মেহেরপুর নিউজ,২২ অক্টোবরঃ ‍‍মেহেরপুর নিরাপদ সকড় চাই আন্দোলনের উদ্যোগে ২০তম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে “দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে” এই স্লোগানে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা কমিটির সভাপতি ডা: আবুল বাশারের নেতৃত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

সাংগঠানিক সম্পাদক মুজাহিদ মুন্নার সঞ্চলনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, মেহেরপুর নিরাপদ সড়ক চাই’র সাধারণ সম্পাদক তুহিন আরন্য, যুগ্ম সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর জেলা সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, সরকারী মহিলা কলেজের প্রভাষক মুন্সি এএইস এম রাশিদুল হক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহামেদ, অক্সোফোড কিন্টার গার্টেনের পরিচালক জানে আলম, জাগো মেহেরপুরের মুখোপাত্র শোয়েব রহমান, শিক্ষার্থী উম্মে সালমা প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ সড়কের সহ-সভাপতি মিজানুর রহমান, মোস্তাকুর রহমান তুষার, যুগ্ম সম্পাদক ডা. নজরুল ইসলাম, হোসেন খান রিপন, অর্থ সম্পাদক মিয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক কামরুজ্জামান অনিক, দপ্তর সম্পাদক মোহাইমিনুর রহমান আবির, সড়ক সম্পাদক সাজ্জাদুর রহমানসহ নিরাপদ সকড়ের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ডা. আবুল বাশারের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

ভিডিও