মেহেরপুর নিউজ,১২ আগষ্ট: মেহেরপুরে নিরাপদ সড়ক চাই এর অনুষ্ঠান পরবর্তি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় মেহেরপুর চিন্ময় কফি সপে অনুষ্ঠিত মূল্যায়ন সভায় সভাপতিতত্ব করেণ নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা কমিটির সভাপতি ডা. এম এ বাশার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব তুহিন আরণ্য, যুগ্ম সচিব মোস্তাকুর রহমান তুষার, সদস্য মিজানুর রহমান, গোলাম মোস্তফা, মীর সউদ আলী চন্দন, ইয়াদুল মোমিন, রিপন হোসেন খান, মুজাহিদ মুন্না, নাসিম খান, মোহাইমিনুর রহমান আবির, মিজানুর রহমান নাহিদ, কামরুল ইসলাম অনিক, আবু আক্তার, মোহনা প্রমুখ। সভায় সফল অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সকল সদস্যকে ধন্যাবাদ জানানো হয়।