“নিরাপদ সড়ক চাই “ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এলজিইডি’র সহযোগীতায় ৯ আগষ্ট র্যালী ও কর্মশালা সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার আহবায়ক ডা. এম এ বাশারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এলজিইডি’র সহকারী প্রকৌশলী নওশাদ জামান মন্টু, নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব তুহিন আরণ্য, সদস্য গোলাম মোস্তফা, মিজানুর রহমান, নাসের চৌধুরী, মোস্তাকুর রহমান তুষার, ডা. নজরুল ইসলাম সুমন, ইয়াদুল মোমিন, রিপন খান, মিয়ারুল ইসলাম, মুজাহিদ মুন্না, মিজানুর রহমান নাহিদ প্রমুখ। আলোচনা সভায় আগামী ৯ আগষ্ট নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মেহেরপুর আগমন এবং ওই দিন র্যালী ও কর্মশালা সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।