মেহেরপুর নিউজ, ০২ মে: রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক আঃসামাদ, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ হান্নান, ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
সভায় আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে রমজানের সাথে সম্প্রত্ত পন্যের অতিরিক্ত মুনাফা অর্জন করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।