মেহেরপুর নিউজ,০২ নভেম্বর:
মেহেরপুরের মুজিনগর উপজেলার মোনাখালী গ্রামের ফুটবল মাঠ ব্যাক্তিগত দাবি করে তা দখলে পাবার জন্য মেহেরপুরে মানববন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করাকে কেন্দ্র করে মোনাখালী গ্রামের উত্তর ও দক্ষিনপাড়ার লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও র্যাবের একাধিক টিম গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।
সোমবার দুপুরে জমি দাবিকারী মালিক নুরুল হকের ছেলে ইসমাইল হোসেনসহ এলাকার শতাধিক মানুষ মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধণে অন্যান্যদের মধ্যে হাফিজুর রহমান, আবু সাকিল, চঞ্চল হোসেন, সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে গতরাত থেকে মোনাখালী উত্তরপাড়া ও দক্ষিনপাড়া বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলতে থাকে । দক্ষিনপাড়ার লোকজন লাঠিসহ দেশী অস্ত্র নিয়ে মাঠের চারপাশে অবস্থান নেয়। খবর পেয়ে র্যাব ও পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান উভয় পক্ষকে সান্ত করেন।