মেহেরপুর নিউজ,০৮ মার্চ: বেসরকারী এনজিও সংস্থা ব্রাক মেহেরপুর শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুরের জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন: খোদেজা খাতুন, আম্বিয়া খাতুন, সেলিনা খাতুন, গুলশানারা, সাফিয়া খাতুন, ইয়াসমিন, বরকতি খাতুন, ও নাজমা খাতুন। রোববার দুপরে ব্রাকের মেহেরপুর শাখা মিলনায়তনে জেলা ব্যবস্থাপক মোশারফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মূকর্তা তাজুল ইসলাম। বক্তব্য রাখেন ব্রাকের শাখা ব্যবস্থাপক দুলাল চন্দ্র, কর্মকর্তা বাবুল চন্দ্র,, রাশেদা পারভিন, মনোয়ারা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে জয়িতাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।