মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর: ডেসটিনি ২০০০ লি. এর কার্যক্রম চালু, এমডি মোহাম্মদ রফিকৃুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হুসাইনের মুক্তি সহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্য মামলা প্রত্যহারের দাবিতে মেহেরপুরের সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আক্তার বানুর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বিনিয়োগকারী সফুরা খাতুন সোমবার দুপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানুর শহরের বাসভবনে উপস্থিত হয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন।স্মারকলিপিতে তারা জানায়, ভূমি দস্যূ ও লুটেরাদের হাত থেকে সম্পদ রক্ষা এবং ৪৫ লাখ ক্রেতা-পরিবেশক ও বিনিযোগকারীদের রুটিরুজির পথকে সুগম করার দাবীতে মেহেরপুরের বিনিয়োগকারী, ক্রেতা পরিবেশকদের পক্ষ থেকে মেহেরপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি এ প্রদান করা হয়। এ সময় জুবায়েদ আহমেদ শাম্মী সহ ক্রেতা পরিবেশকরা উপস্থিত ছিলেন