মেহেরপুর নিউজঃ
রাস্তার দু পার্শ্বে গাড়ি পার্কিং করে রাখার কারণে যানজটে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ঘর মুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
মেহেরপুর শহরে পুরাতন ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষ নামাজ শেষে বাড়ি ফেরার পথে কবরস্থানের দুই পাশে এলোমেলো ভাবে রাখা অনেকগুলো বাস এবং ট্রাক রাখার কারণে তীব্র যানজট শুরু হয়। একই সাথে প্রধান জামাতে নামাজ শেষে কবরস্থানে কবর জিয়ারত করতে আসা মানুষজন এবং পুরাতন ঈদগা মাঠের মুসল্লিরা একই সাথে বাড়ি ফেরার সময় কলেজ মোড় এলাকায় তীব্র যান শুরু হয়। প্রচন্ড গরমে মানুষজন একেবারে দিশে হারিয়ে ফেলে।
পবিত্র ঈদুল ফিতরের আগের দিন গোরস্থান সংলগ্ন রাস্তার দু পার্শ্বে গাড়ি রাখার কারণে এই যানজট। এতে করে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।