মিডিয়া

মেহেরপুরে নানা আয়োজনে পালিত হলো প্রথম আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী

By মেহেরপুর নিউজ

November 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: “কালকের পৃথিবীটা আমাদের হবে” এই শ্লোগানকে তুলে ধরে মেহেরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রথম আলো প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাত সাড়ে ৯ টায় উৎসব শেষ হয়। শুক্রবার সকালে পত্রিকার প্রাণ হকারদের মিষ্টিমুখ করানোর মধ্যদিয়ে উৎসব শুরু হয়। শহরের বাসষ্ট্যান্ডে সংবাদপত্রের এজেন্ট কার্যালয়ে গিয়ে প্রথম আলো’র প্রতিষ্টা বার্ষিকীর আনন্দ ভাগাভাগি করতে হকারদের মুখে মিষ্টি তুলে দেওয়া হয়। এ সময় সংবাদপত্র এজেন্ট আতিকুর রহমান, প্রতিনিধি তুহিন আরন্য সহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে, বিকালে পৌর কমিউনিটি সেন্টারে প্রথম আলো’র মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য ও বন্ধুসভার সদস্য মোহায়মিনুর রহমান আবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঁঝা, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম,

গনপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা বীজ প্রক্রিয়াজাতকরণের উপপরিচালক রেজাউল হুদা ও বন্ধুসভার সভাপতি চিকিৎসক আবুল বাশার। এর আগে বন্ধুসভার অনুষ্ঠান সম্পাদক মোস্তাকুর রহমান তুষার বন্ধুসভার সদস্য ও অতিথিদের দেশ গড়ার প্রত্যয়ে ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার করিয়ে শপথ বাক্য পাঠ করান। আলোচনার শেষে প্রথম আলো’র ১৬ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে ৫ টি কেক কাটা হয়। এরপর বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তাসফিয়া তাবাসসুম মোহনা, সাব্বির হোসেন সোহাগ, অমৃতা সরকার, অনন্যা মাসুদ। গান পরিবেশন করেন সুমনা রহমান, ফৌজিয়া আফরোজ তুলি, সংগীতা ওঁঝা, তাসফিয়া তাবাসসুম অর্পা, রচনা তাসনিম, আজিজুল হক রানা, কবিতা আবৃত্তি করেন নাহিদা রহমান ও কৌতুক পরিবেশন করেন জান্নাতুল ফেরদৌস প্রিয়ঙ্কা।