মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন:
“সরকারি সেবা জনগনের দোরগড়ায় পৌছে দিয়ে চলমান বিশ্বায়ন প্রক্রিয়ায় তথ্যের অবাধ প্রবাহের যুগে জনগনকে তথ্য-প্রযুক্তিগতভাবে শক্তিশালীকরণের মাধ্যমে দেশের উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তজার্তিক জনসেবা দিবস। আয়োজনের মধ্য ছিলো র্যালী,সেমিনার,বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী।
আজ ২৩ জুন সকাল সোয়া ৯ টায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন। আলোচনায় অংশ নেয়,মেহেরপুরের সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী খাদেমুল ইসলাম, মেহেরপুর কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার আব্দুল মান্নান,আশকার আলী,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মুজিবর রহমান,পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সাংবাদিক সৈয়দ আমিনুল ইসলাম প্রমূখ। সেমিনারের শুরুতে প্রজ্রেক্টরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ। সেমিনারটি পরিচালনা করেন এনডিসি আসলাম খান।