মেহেরপুর নিউজ, ১৪ ফেব্রুয়ারী: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিলে নসিমন উল্টে সাগর (২৮), পারভিন (৩০) ও পলি খাতুন (২২) নামের তিন জন আহত হয়েছে।
রবিবার দুপুরে এ দূর্ঘটনা ঘঠে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে মেহেরপুর থেকে একটি নসিমন চুয়াডাঙ্গার দিকে যাবার সময় চাঁদবিলের কাছে এস নিয়োন্তন হারিয়ে উল্টে গেলে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করে।