বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নব-নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওরিন্টেশন কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 06, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার নব-নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনব্যাপী ওরিন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর সিডিপি মিলনায়তনে ওরিন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিন্টেশন এর উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (আইন) আনোয়ার হোসেন সিদ্দিকী, মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। দুই দিনের এই ওরেন্টেশন এ মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৭০ নিয়োগপ্রাপ্ত শিক্ষক গ্রহণ করেন।