মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার পল্লী উন্নয়ন অফিসের একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক মেহেরপুর’র দারিদ্র বিমোচন নতুন অভিযান/ নির্বাচিত গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পল্লী ভবন মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রত্না রানি পাল, ইউসিও আলমগীর হোসেন, ফিল্ড সুপারভাইজার জেসমিন আক্তার, মুসার উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে অর্ধশত প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন।