মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে নতুন সিভিল সার্জান হিসাবে যোগদান করেছেন ডা. এ কে এম আবু সাঈদ।
মেহেরপুরের সিভিল সার্জন ডা.মহিউদ্দিনকে ওএসডি করার পর ডা. এ কে এম আবু সাঈদকে মেহেরপুরের সিভিল সার্ভিস নিয়োগ দেওয়া হয়। ডা. এ কে এম আবু সাঈদ ১৯৯৮ সালে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর ২৫ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে রাঙ্গামাটিতে চাকুরী জীবন শুরু করেন।
মেহেরপুরের সিভিল সার্জন হিসাবে যোগদান করার পূর্বে তিনি চাঁদপুর উত্তর এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ডা. এ কে এম আবু সাঈদ কুমিল্লার বাসিন্দা। তিনি ১ পুত্র, ১ কন্যা সন্তানের জনক। ডা. এ কে এম আবু সাঈদ মেহেরপুরের স্বাস্থ্য বিভাগকে জনকল্যাণমুখী করার চেষ্টা করবেন বলে জানান।