মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৯ শতাংশ।
এ নিয়ে বর্তমানে জেলায় মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৮ জন, গাংনী উপজেলার ১৩ ও মুজিবনগর উপজেলার ১২ জন রয়েছেন। এছাড়াও সকাল ৮টা পর্যন্ত ৫ জন সুস্থসহ মোট ৪ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন। রবিবার রাতে রাতে জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তের ৬ জনের মধ্যে সদর উপজেলার ৩ জন, গাংনী উপজেলার ১ জন ও মুজিবনগর উপজেলার ২ জন । এছাড়াও এসময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্য বরণ করেনি। এ জেলায় মোট ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৮২ জন, গাংনী উপজেলায় ৫৮ জন এবং মুজিবনগর উপজেলায় ৩৯ জন।