মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোঃ নাসির উদ্দিন জানান, নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। এ সকল নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গাংনী উপজেলায় ১ জন ও মুজিবনগর উপজেলায় ১ জন রোগী রয়েছেন। এ নিয়ে জেলায় বর্তমানে ২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি আক্রান্ত রোগীরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৯ জন মৃত্যুবরণ করেছেন বলেও জানান তিনি।
সবাইকে সামাজিক দূরত্ব মেনে , নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যাবহার , জন সমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।