মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় নতুন করে করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়েছেন ৩ জন। সোমবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ১৭ জনের রিপোর্ট এসেছে। সেখানে থেকে জেলায় করোনা সংক্রমিত ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আক্রান্ত গুলোর মধ্যে গাংনী উপজেলার ২ জন ও সদর উপজেলার ১ জন। এ নিয়ে মেহেরপুর জেলায় সরকারি ভাবে বর্তমানে ৪৩ জনের করোনা পজেটিভ রয়েছে। ৪৮৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন এবং মৃত্যুবরণ করেছে ১৫ জন।
আক্রান্তরা হলেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের রবিউল আউয়াল ও বাঁশবাড়িয়া গ্রামের তোহিদা খাতুন বাকি ১ জন মেহেরপুর সদর উপজেলার
সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন মেহেরপুরে করোনা বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।