মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। এছাড়াও জেলায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট মুত্যু সংখ্যা ১৮৪ জন। মঙ্গলবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী এ সব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, মেহেরপুরে ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ৪ জন, গাংনী উপজেলায় ৪ জন এবং মুজিবনগর উপজেলায় ১ জন রয়েছে। মেহেরপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ১৮৬ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬৭ জন, গাংনী উপজেলায় ৬৯ জন ও মুজিবনগর উপজেলায় ৫০ জন।
সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী আরো জানান, জেলায় এখনও পর্যন্ত ৪ হাজার ৮০৭ জন সুস্থ হয়েছেন।
মেহেরপুর জেলায় এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ৫৭ হাজার ৬৮ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ৪৭ হাজার ৭৩৫ ও মহিলা-৫ লক্ষ ৯৩ হাজার ৩৩ ডোজ। এর মধ্যে ১ম ডোজ-৫ লক্ষ ১৭ হাজার ৮৮৭ ও ২য় ডোজ-৪ লক্ষ ২৮ হাজার ১০১ এবং ৩য় ডোজ-১১ হাজার ৮০।