করোনাভাইরাস

মেহেরপুরে নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত

By মেহেরপুর নিউজ

February 22, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে ৬৪ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। বর্তমানে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়।  জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যাওয়া ৩১জন সদর উপজেলার, গাংনী উপজেলার  ৩৮ ও  মুজিবনগর উপজেলার রয়েছে ৩৯ জন।

মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ১৫ টি পজেটিভ রিপোর্ট এসেছে। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৬৩ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৩৬২, গাংনী উপজেলায় ১ হাজার ৯১৩ ও মুজিবনগর উপজেলায় ৬৮৮ জন। ট্রান্সফার্ড- ১৬৯ জন।  (সদর- ১২৬, গাংনী-১৯ , মুজিবনগর -২৪) ।

মেহেরপুরে এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ৮৮ হাজার ৬১২ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ৬২ হাজার ৯৩৫ ও মহিলা-৫ লক্ষ ২৫হাজার ৬৭৭। তার মধ্যে ১ম ডোজ-৫ লক্ষ ২১ হাজার ২৮৬ ও ২য় ডোজ-৪ লক্ষ ৫৩ হাজার ৭৬ এবং ৩য় ডোজ-১৪ হাজার ২৫০।