প্রতিদিন বাড়ছে মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। মেহেরপুরে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বর্তমানে ১৬৫ জন।
আক্রান্ত ব্যক্তিরা হলো- মেহেরপুর সদর উপজেলার কাথুলী গ্রামের আব্দুল হামিদ, মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের রফিকুজ্জামান, শিবপুর গ্রামের শহিদুল ইসলাম, বাগোয়ান গ্রামের সান্তনা আক্তার, গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কোহিনুর খাতুন, রাবিয়া খাতুন, সুলতান আহমেদ, কোহিনুর খাতুন, বামন্দি গ্রামের আনোয়ারুল ইসলাম, মটমুড়া গ্রামের হারুন-অর-রশিদ, গাংনী মহিলা কলেজ পাড়ার আহাদুল হক ও হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল মজিদ।
বুধবার রাতে সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২৬ জনের রিপোর্ট এসেছে যার ১২ টি পজিটিভ । মেহেরপুর সদর উপজেলার ১ জন , গাংনী উপজেলার ৮ জন এবং মুজিবনগর উপজেলা ৩জন।
সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন আরোও বলেন, মেহেরপুরে করোনা বিস্তার বেড়ে চলেছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।