মেহেরপুর নিউজ,১৪ মে: মেহেরপুর পৌর সভার উদ্যোগে ইউজিআইআইপি-৩ এর সহযোগীতায় বৃহস্পতিবার রাতে ৩য় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় নগর পরিচালন ও আবকাঠামো কর্মসূচী বাস্তবায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন আঞ্চলিক সমš^য়ক শাহাদৎ হোসেন, মো: সোহরাওয়ার্দী, সহকারী কমিশনার আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, মেহেরপুর জেলা জজ অাদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা ডিএফএর সভাপতি কে এম আতাউল হাকিম প্রমুখ। অনুষ্ঠানে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো প্রবীন আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান মধু, পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, সৈয়দ মঞ্জুরুল কবির রিপন, ব্যবসায়ী আনোয়ারুল হক কালু, আবু হানিফসহ কমিটির সদস্য উপস্থিত ছিলেন।