অন্যান্য

মেহেরপুরে নকলনবিস এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন ।। হিরন সভাপতি, আনোয়ার সাধারন সম্পাদক

By মেহেরপুর নিউজ

February 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ ফ্রেবুয়ারি: বাংলাদেশ এক্সট্রা মহরার (নকলনবিস) এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর সাব রেজিস্ট্রি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মিজানুর রহমান হিরন সভাপতি ও আনোয়ার জাহিদ সাধারন সম্পাদক নির্বাচিত হন। মোট ৭৯ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোটার তাদিরে ভোটাধীকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন এবং সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এতে সভাপতি পদে মিজানুর রহমান হিরন ৫৫ ভোট পেয়ে সভাপতি । তার নিকটতম প্রার্থী ইসরাফিল হোসেন ৬ ভোট পান। সাধারন সম্পাদক পদে আনোয়ার জাহিদ ৪৪ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী এনায়েত হোসেন পান ১৫ ভোট। আজাদ গিয়াস নির্বাচন পরিচালনা করেন। তাকে সহেযোগীতা করেন আশানুর রহমান গোপাল।