মেহেরপুর নিউজ, ২১ মে:
মেহেরপুরে কার্ড ধারী প্রান্তিক চাষীদেন কাছে থেকে ধান সংগ্রহ অভিযান উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসক মো: আতাউল গনি মেহেরপুর কলেজ সড়কের সরকারী গুদাম প্রাঙ্গনে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলার নির্বাহি অফিসার মো: মাসুদুল আলম ,জেলা খাদ্য কর্মকর্তা ভারপ্রাপ্ত আ.হামিদ উপজেলা কৃষি কর্মকর্তা মো মোসারপ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশে কার্ডধারী প্রান্তিক চাষীদের কাছে থেকে প্রতিমন ১০৪০ টাকা দরেধান সংগ্রহকরা হবে। কুষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের বাছায় করবেন। তিনি আলো বলেন, চলতি বছরে জেলায় ৬৩৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩০৪ মেট্রিক টন, গাংনী উপজেলার ২১৭ মেট্রিক টন এবং মুজিবনগর উপজেলায় ১১৩ মেট্রিক টন রয়েছে।