মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে, ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি প্রকল্পের আওতায় মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের আর ডি সি রনি খাতুন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান,মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাঃ ইব্রাহিম শাহীন।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি আবু সায়েম বক্তব্য রাখেন। কর্মশালায় মেহেরপুরের বিভিন্ন কলেজ, বিদ্যালয়ের শিক্ষক মসজিদের ইমাম,মন্দির ও খ্রিস্টীয় ধর্মের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।