মেহেরপুর নিউজ:
দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মেহেরপুরে র্যালি করেছে জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ র্যালি বের করা হয়।
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের নেতৃত্বে র্যালি মেহেরপুর কোট মোড় এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কাথুলি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ করা হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান।
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুস সালাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাহবুব উল আলম,রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম,আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল-আমিন বকুল, পৌর জামায়েত ইসলামীর পেশাজীবী সভাপতি ডাঃ আব্দুস সালাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মোঃ আব্দুস সালাম,পৌরসভার জামায়েত ইসলাম ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা সহ মেহেরপুর জেলা জামাতে ইসলামী এবং জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।