অন্যান্য

মেহেরপুরে দোলযাত্রা উৎসব পালিত

By মেহেরপুর নিউজ

March 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ মার্চ: হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রং মেখে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে দোলযাত্রা (হোলি খেলা) পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর শহরের মালোপাড়ায় হিন্দ্র ধর্মালম্বীরা রং খেলে নেচে গেয়ে উৎসব পালন করে। সব বয়সী নারী পুরুষ এক অপরকে রং মাখিয়ে উৎসব পালন করে।