মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে দেশীয় শিল্প পণ্য মেলার আয়োজনের অনুমতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রবিবার মাসব্যাপী দেশীয় শিল্প ও পণ্য মেলা স্থগিতাদেশ দিয়ে পত্র দেওয়া হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাজেদুল ইসলাম স্বাক্ষরিত পত্র মারফত জানা গেছে,আগামী ২ মে ২০২৫ থেকে ২ জুন ২০২৫ পর্যন্ত মাসব্যাপী দেশীয় শিল্প পণ্য মেলা শর্তসাপেক্ষে আয়োজনের নিমিত্ত নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হয়।
গত ১২ মে তারিখ মেলায় আয়োজন না করার জন্য মেহেরপুর ব্যবসা সমিতি বড়বাজার মেহেরপুরের পক্ষে একটি স্মারকলিপি দাখিল করা হয়। উদ্বুদ্ধ পরিস্থিতিতে এ সংক্রান্ত মেলা আয়োজনকে কেন্দ্র করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে মর্ম বিভিন্ন সূত্রে জানা যায়।
এমতাবস্থায় মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসম্মত রাখার লক্ষ্যে উক্ত দেশীয় শিল্প পণ্য মেলার আয়োজন অনুমতি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। স্বপ্ন চুড়া ফাউন্ডেশন এর পরিচালক আশিকুর রহমান শিশিরের আবেদনের প্রেক্ষিতে মাশব্যাপী দেশীয় শিল্প পণ্য মেলার আয়োজনের অনুমতি দেওয়া হয়।প্রথমে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ মেলার আয়োজনের প্রস্তুতি গ্রহণ করার পর স্থানীয় খেলোয়াড়দের মানববন্ধনের কারণে মেলার মাঠ স্থানান্তর করে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজনে প্রস্তুতি শুরু করেন। পরে মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মেলা না করার জন্য প্রতিবাদ জানায়।
পরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মেলা বন্ধের জন্য আন্দোলনের ঘোষণা দেন। রবিবার সকালে বড়বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসক সিফাত মেহনাজের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার বিকেল পর্যন্ত অপেক্ষা করার জন্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করতে থাকেন। পরে সন্ধ্যার দিকে মেলা বন্ধের জন্য পত্র দেওয়া হয়।
এদিকে মেলায় স্থগিত ঘোষণা করায় মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু মেহেরপুর জেলা প্রশাসনিককে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে মেলা বন্ধ করার জন্য যারা সহযোগিতা করেছেন বিশেষ করে বড়বাজার এবং হোটেল বাজারের সকল ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, তহবাজার ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।