মেহেরপুর নিউজ,১০ এপ্রিল: মেহেরপুর জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমীতে চারু শিল্পি মীর রওশন আলী মনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কমিটির সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক শামিম জাহাঙ্গীর সেন্টু। প্রতিযোগীতার ১ম ,২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীকে পুরস্কার দেয়া হয়।