অন্যান্য

মেহেরপুরে দু:স্থ মহিলা ও শিশু কল্যান তহবিলের মঞ্জুরীকৃত অনুদানের টাকা বিতরণ ।। আত্মসাৎ করার ব্যার্থ চেষ্টা এনজিও কর্তার

By মেহেরপুর নিউজ

July 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ জুলাই: মেহেরপুর সদর উপজেলার নির্বাচিত দু:স্থ মহিলা ও শিশু কল্যান তহবিল হতে মঞ্জুরীকৃত অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। তবে এ টাকা আত্মসাৎ করার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে সততা সংস্থার নির্বাহী পরিচালক সুফিয়া আক্তার জামিলা। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামের দু;স্থ ১০ মহিলাকে নির্বাচিত দু:স্থ মহিলা ও শিশু কল্যান তহবিল হতে মঞ্জুরীকৃত ৩ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেণ সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনুজ্জামান।

অনুদান প্রাপ্তদের মধ্যে পারুলা, আরজিনা খাতুন জানান, সততা সংস্থার নির্বাহী পরিচালক সুফিয়া আক্তার জামিলা তাদের প্রত্যেকের কাছে থেকে ২৫৫০ টাকা করে কেটে তাদের ৪৫০ টাকা দেবে বলে তারা অভিযোগ করেণ। এ নিয়ে উপজেলা চত্বরে কানা ঘোষা শুরু হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে সুফিয়া কোনো টাকা আত্মসাৎ করতে পারেনি বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত সুফিয়া আক্তার জামিলা বলেন, এ অনুদানের টাকার জন্য তার ২০ হাজার টাকা খরচ হয়েছে। অথচ অনুদান প্রদান কালে উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহী অফিসার শাহীনুজ্জামান, অনুদানপ্রাপ্তদের উদ্যোশে বলেন, মঞ্জুরীকৃত অনুদানের জন্য কোনো খরচ করতে হয় না। এ টাকা সর্ম্পনূ আপনাদের ।