অন্যান্য

মেহেরপুরে দু:স্থদের মাঝে যাকাতের টাকা বিতরণ

By মেহেরপুর নিউজ

May 12, 2015

মেহেরপুর নিউজ,১২ মে: মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর জেলা বিভিন্ন গ্রামের ২০ জন দু:স্থদের মধ্যে যাকাতের টাকা বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৯হাজার ৭৫০ টাকা বিতরণ করেন। ইফার সহকারী পরিচালক একে এম শাহিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো: সিদ্দিকুর রহমান।