মেহেরপুর নিউজ,১৮ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক কারবারিদের দু’পক্ষের গুলাগুলিতে বুদু মিয়া (৩২) নামের এক মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও দেশীয় তৈরী ১টি ওয়ান শুট্যারগান উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রবিবর দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাদক কারবারি বুদু মিয়া এ উপজেলার পিরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে। পুলিশের দাবি নিহত বুদু মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনার সময় হাড়াভাঙ্গা গ্রামে পিরতলা পুলিশ ক্যাম্পের একটি দল টহলে ছিল। গুলাগুলির শ^দ শুনে স্থানীয়দের সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে পৌছালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ ১ কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও দেশীয় তৈরী ১টি ওয়ান শুট্যারগান উদ্ধার করেছে। ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।