মেহেরপুর নিউজ, ২১ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মুন্সীপাড়ায় দু’দল মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে এনামুল হোসেন (৪৫) নামে এক চিহিৃত মাদক কারবারি নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটারর দিকে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল গুলিব্দি লাশ উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে।
নিহত এনামুল কাজিপুর গ্রামের মাঠ পাড়ার দাউদ হোসেনের ছেলে। তার বিরুদ্দে মাদকের চারটিসহ ৬টি মামলা রযেছে বলে পুলিশ দাবি করেছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, দু’দল মাদকব্যবসায়ীদেও গোলাগুলি চলছে এমন সংবাওে ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল কাজিপুর মুন্সীপাড়ায় পৌছায়। এসময় পুলিশেরর উপস্খিতি টের পেয়ে তারা বন্দুকযুদ্ধ থামিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনামুল হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার কওে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় একটি ওয়ান শুট্যারগান, কয়েক রাউন্ড গুলি ও এককেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, নিহত এনামুল এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় ৪টি মাদক, একটি চাঁদাবাজি ও একটি অস্ত্র মামলা রয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।