মেহেরপুর নিউজ:
লবণে সঠিক মাত্রায় আয়োডিন না থাকায় রেজাউল হক ও সেন্টু বেনামে দুই ব্যবসায়ীর নামে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে বিশুদ্ধ খাদ্য আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামি রেজাউল হক মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী নিশিপুর এলাকার আজগর আলীর ছেলে এবং সেন্টু মিয়া শহিদুল ইসলামের ছেলে।
মামলা বিবরণের জানানো হয়েছে ২০১৯ সালের ২৯ অক্টোবর মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার এলাকা থেকে ভ্যান বোঝাই লবণ আটক করে। লবনের প্যাকেট আয়োডিন কিম্বা মেয়াদ না থাকায় লবণে আয়োডিন আছে কিনা তা পরীক্ষা করার জন্য ঢাকার মহাখালী স্ত জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে পাঠানো হয়।
লবণ পরীক্ষা শেষে চলতি সালের ৮ জানুয়ারি সিভিল সার্জন অফিসে রিপোর্ট প্রেরণ করা হয়। রিপোর্টে উল্লেখ করা হয় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা বিহীন ও সঠিক মাত্রায় আইডি নাই, মানসম্পন্ন নয় মর্মে উল্লেখ করা হয়। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বুধবার দুপুরের দিকে মেহেরপুরে এ মামলাটি দায়ের করা হয়।