অন্যান্য

মেহেরপুরে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের ইনসেপশন সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 06, 2015

মেহেরপুর নিউজ,০৬মে: মেহেরপুর পৌরসভার উদ্যোগে বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডি’র আর্থিক সহযোগীতায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ প্রকল্পের( ইউজিআইআইপি-৩) এর স্যানিটেশন একশন প্লান প্রিপারেশন কার্যক্রমের ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করনে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক নুরুল আহমেদ, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, সমবায় পরিদর্ক মাহবুবুর রহমান মন্টু প্রমুখ।