বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা চেক প্রদান

By Meherpur News

March 27, 2025

মেহেরপুর নিউজঃ

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প মেহেরপুর কেন্দ্রের ২০২৩-২০২৪ অর্থবছরের ৯ ও ১০ম ব্যাচ এবং ২০২৪-২০২৫ অর্থবছরে ১ম ও ২য় ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ ভাতা চেক বিতরণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। প্রায় ৩শ জনের প্রত্যককে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীট হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।