মেহেরপুর নিউজ, ২৩ ফেব্রুয়ারি: ‘টাটকা সব্জি যদি চান, নিজেই করুণ এর বাগান’ প্রতিপাদ্যে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের (সদর ও মুজিবনগর) সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজেলা মৎস্য কর্মকর্তা শেখ মছেবাহুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শুশান্ত কুমার হালদার, বারাদি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জাহিদুল আমিন। মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখখারুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার খান। অনুষ্ঠানে শেষে সংসদ সদস্য ফরহাদ হোসেন ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। মেলায় জেলার বিভিন্ন অঞ্চলের ২৩ টি ষ্টলে নানা রকম কৃষি পণ্য স্থান পেয়েছে।