জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে তাহের ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসুতি মৃত্যুর অভিযোগ

By মেহেরপুর নিউজ

April 07, 2019

মেহেরপুর নিউজ, ০৭ এপ্রিল: মেহেরপুরের তাহের ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে রিমা খাতুন (২০) নামের প্রসুতি মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সিজারিয়ার অপারেশন করার পর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। রিহত রিমা খাতুন গাংনী উপজেলার হিজলুবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার রামদেবপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। রিমা খাতুনের ফুফা মারুফুল ইসলাম অভিযোগ করে জানান, রিমার প্রসব বেদনা শুরু হলে সকালে তাকে মেহেরপুরের তাহের ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর ১২ টার দিকে ক্লিনিক মালিত ডা, আবু তাহের নিজেই সিজারিয়ান অপারেশন করান। অপারেশন থিয়েটার থেকে বের করার পর থেকেই রিমা যন্ত্রনায় কাতরাতে থাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যায়। তিনি অভিযোগ করেন, ভুল অপারেশন করার কারণেই তাদের মেয়ের প্রাণহানী হয়েছে। এ ঘটনায় ডা, তাহের বিচার চেয়ে মামলা দায়ের করা হবে। রিমার পারিবারিক সূত্রে জানা যায়, রিমার মৃত্যুর সংবাদ শুনে লাশ আনতে যাওয়া যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ঠিক তখনই তাহের ক্লিনিকের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে রিমার লাশ বাড়িতে পৌছে দেওয়া হয়। এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অ্যাম্বুলেন্স চালক ও অ্যাম্বুলেন্সটি আটকিয়ে রাথে। অভিযুক্ত ডা. আবু তাহের বলেন, দুপুর ১২ টার দিকে রিমার সিজারিয়ান অপারেশন করার পর একটি পুত্র সন্তান জন্ম নেয়। মা ও পুত্র দুজনেই সুস্থ ছিলো। সন্ধ্যার সময় গাংনীতে রুগী দেথতে গিয়ে শুনি রিমা অসুস্থ হয়ে পড়েছে। সেখান থেকে ফিরে এসে তাকে চিকিৎসা দিয়েও বাঁচানো সম্ভব হলো না। মেহেরপুরের সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনিন জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, রিমার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।