মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ তারুণ্য উৎসব উপলক্ষে প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন একাদশ ও সদর উপজেলা প্রশাসন একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় জেলা প্রশাসনের একাদশ জয়লাভ করে। খেলায় জেলা প্রশাসন একাদশ ১-০ গোলে সদর উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে। লিজন জয় সূচক গোলটি করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।