মেহেরপুর নিউজঃ
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫০ দিনব্যাপী তারুণ্যের উৎসব সমাপ্ত হয়েছে।
বুধবার রাতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, আবির হাসান, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,আন-নুর টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সেখানে তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত নৃত্য পরিবেশন করেন।