খেলাধুলা

মেহেরপুরে তারুণ্যের উৎসব ভলিবল টুর্নামেন্টে গাংনী জেলা চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

February 01, 2025

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা পর্যায়ে ভলিবল টুর্নামেন্টে গাংনী উপজেলা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং মেহেরপুর সদর উপজেলা জেলা পর্যায়ে রানার্সআপ হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টে গাংনী উপজেলা দল প্রথম খেলায় মেহেরপুর সদর উপজেলাকে ২৫-১৫,২৫-১৯ পয়েন্টে এবং দ্বিতীয় খেলায় ২৫-১৩,২৫-১১সেটে মুজিবনগর উপজেলা উপজেলা দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। একই মাঠে অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলা দল ২৫-১২,২৫-১৬ পয়েন্টে মুজিবনগর উপজেলাকে পরাজিত করে রানার্সআপ হয়। এর আগে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ জেলা পর্যায়ের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।