মেহেরপুর নিউজ:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা ব্যাডমিন্টন কোর্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম। পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হন। এ সময় মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রকিব, আয়োব হোসেন, আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যাডমিন্টন টুর্নামেন্ট বালক এবং বালিকায় মেহেরপুর সদর উপজেলা, মেহেরপুর পৌরসভা, গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় মুজিবনগর উপজেলার সাব্বির-নাহিদ জুটি ফাইনালে উঠেছে। খেলায় সাব্বির নাহিদ জুটি ২১-১৮, ২১-১৯ পয়েন্টে মেহেরপুর পৌরসভার রূবাব-গালিব জুটিকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত অপর খেলায় গাংনী উপজেলা দল ফাইনালে উঠেছে। খেলায় গাংনী উপজেলার সেন্টু-জাহিদ জুটি ২১-১৪,২১-১৩ সেটে সচিব-রিহুল জুটিকে পরাজিত করে।