মেহেরপুর নিউজ,১৬ মার্চ: মেহেরপুর জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে ধুমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (২০১৩ সালে সংশোধণীসহ ) বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকি,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহামন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাজেদুর রহমান মালিক, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক কে এম শাহিন কবির, প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা শিক্ষা অফিসার আজাহার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আযম প্রমুখ।