মেহেরপুর নিউজ,১৭ জুলাই: জাগো মেহেরপুরের উদ্যোগে “তরুণ নেতৃত্ব ও আগামীর মেহেরপুর” শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জাগো মেহেরপুরের উপদেষ্টা সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, সংগঠক মীর নাসির উদ্দিন মিরু, মেহেরপুর নিউজের চেয়ারম্যান পলাশ খন্দকার, জাগো মেহেরপুরের উপদেষ্টা এম এ মুহিত, জানে আলম, মুখপাত্র শোয়ব রহমান, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, জাগো মেহেরপুরের সাধারণ সম্পাদক অনিম আহমেদ, সংগঠক সোহেল রানা বালক। জাগো মেহেরপুরের অন্যতম সংগঠক মুজাহিদ মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম নয়ন, সুখী ইসলাম প্রমুখ। পরে মেহেরপুর শিশু পরিবারের শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মেহেরপুর থেকে মাদককে নিমূল করতে হবে। এর জন্য প্রয়োজন সকলের সদিচ্ছা। বক্তারা বলেন, যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতন হলে সেদিন আর বেশি দুরে নয় যেদিন মাদকমৃক্ত মেহেরপুর হিসেবে চিহিৃত করা সম্ভব হবে। আলোচনায় সভায় পুলিশ সুপারের মাদক বিরোধী কঠোর অবস্থানকে স্বাগত জানায় বক্তারা।